নিজস্ব সংবাদদাতা :: ১৫ই,নভেম্বর :: চুঁচুড়া : ২০১৭ আজকের দিনে জিওগ্রাফিকেল ইন্ডিকেশন রসগোল্লা । তাই ১৪ নভেম্বর কে রসগোল্লা দিবস পালন করতে শুরু করেছে এই বাংলা । পড়শী রাজ্য উড়িষ্যা দাবি করেছিল যে তারাই নাকি রসগোল্লার আবিষ্কর্তা কিন্তু জিওগ্রাফিকাল ইন্ডিকেশন তকমা সেঁটে দে বাংলার গায়েই ।
হুগলির মিষ্টি ব্যবসায়ীরা জানিয়েছেন যে নবান্নের নির্দেশে এদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই রসগোল্লা উৎসব পালন করা হয় । এদিন বিকাল তিনটে নাগাদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এই অনুষ্ঠানের সূচনা করেন । প্রথমে ঠিক ছিল আমজনতার যাঁরাই এই উৎসবে যোগ দেবেন তাঁদেরকে দুটি করে রসগোল্লা খাওয়ানো হবে |
হুগলির মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শৈবাল মোদক জানান আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ২৫ হাজার রসগোল্লা দুই ঘন্টায় আমরা মিষ্টান্ন প্রেমীদের মধ্যে বিতরণ করবো কিন্তু সেই নির্ধারিত সীমা ছাড়িয়ে শেষমেশ আমরা প্রায় ৪০ হাজার রসগোল্লা মানুষকে খাইয়েছি ।
মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির বক্তব্য যে এমন উন্মাদনায় আমরা অভিভূত হয়েছি । আমরা আগামীদিনে প্রতি বছর এই দিনটিকে রসগোল্লার জন্য উৎসর্গ করবো ।