অবতক খবর , শিব শংকর , বালুরঘাট :-  করণা আবহে প্রশাসনের তরফ থেকে এবার দুই হাজার কুড়ি সালের দুর্গাপূজায় দশমীর সকালে প্রতিটি বাড়ির মহিলারা মায়ের পায়ে ডালা সাজিয়ে , সিঁদুর ছুঁয়ে তারা মন্ডপের বাইরে তাদের মত করে সিঁদুর খেলা শুরু করে।

 

কিন্তু এবছর করোনার আবহে সেই সিঁদুর খেলা একটু অন্যরকম , কারণ প্রশাসন থেকে বলা হয়েছে ,কোন মন্দিরে বা পুজো প্যান্ডেলে মহিলাদের একত্রিত হয়ে সিঁদুর খেলা যাবে না।

 

 

 

একসঙ্গে সেই নিয়ম মেনে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি পুজো প্যান্ডেলে , মহিলারা মায়ের পায়ে সিঁদুর ছুয়ে রীতিমতো মন্ডপের বাইরে সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে , তারা তাদের মত করে সিঁদুর খেলা র রীতিতে মেতে ওঠেন। এই রকম চিত্র দেখা গেল প্রতিটা পুজো মণ্ডপে।