অবতক খবর,১০ মার্চ: সিএএ এখন ভারতীয় জনতার মুখে মুখে। এমনকি নাবালক শিশুটিও সিএএ শব্দটির সঙ্গে পরিচিত। কেন্দ্রীয় সরকার এবং তার সমর্থিত রাজনৈতিক দল বিজেপি এবং তার শাখা সংগঠন আরএসএস যেমন সিএএ-এর সমর্থনে রয়েছে, অন্যদিকে বিরোধী দলও রয়েছে এই নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে। দুইদিকে প্রকাশ্যে প্রচার চলছে।

এই প্রচারকে বিজ্ঞানভিত্তিক, বাস্তবভিত্তিক করে তোলার জন্য আরএসএস-এর একটি জনসভা হয়ে গেল হালিশহর বিবেকানন্দ ইনস্টিটিউটে ৮ মার্চ। দেখা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে এই সংগঠনের কর্মী সংখ্যা বাড়ছে। এই অঞ্চলের শাসক দল এবং বিরোধী রাজনৈতিক দলেরা এ বিষয় কতটুকু সচেতন তা জানা নেই। কিন্তু বিজেপি তার শাখা সংগঠন আরএসএস-এর মাধ্যমে কাজটিকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে চলেছে।

সূত্রের খবর,এই প্রচার প্রশিক্ষণে প্রায় ২০০ জন স্বয়ংসেবক উপস্থিত ছিলেন। তাদের লক্ষ্য এই প্রচার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাদের মূল লক্ষ্য বুথভিত্তিক এই পরিচালনা,এই প্রচার চালানো।

সেই সমস্ত বিষয়কে পর্যালোচনা করার জন্য জেলা,রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব এই সভায় উপস্থিত ছিলেন। ফলে দেখা যাচ্ছে, এই যে উচ্চস্তরের নেতৃত্বরা এখানে হাজির হয়েছেন তাতে তারা এই সিএএ-এর প্রচারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এই বীজপুর অঞ্চলে, সেটি নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে।