অবতক খবর, শিলিগুড়ি: সিকিমের রাস্তায় পশ্চিমবঙ্গের যাত্রীবাহী গাড়ি প্রবেশ ঘিরে অচলাবস্থা দেখা দিয়েছে। এর জেরে ভ্রমণপিপাসু পর্যটকেরা সমস্যায় জেরবার। সুযোগ বুঝে গাড়ি চালকেরা আকাশ কুসুম ভাড়া হাঁকিয়ে চলেছে।
সিকিম পুলিশ পশ্চিমবঙ্গের সব গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছিলো নিরাপত্তাজনিত কারনে।বেশ কয়েকমাস আগে সিকিম সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে শীতযুদ্ধ শুরু হয়েছিল। তবে বর্তমানে সিডি সমস্যা নেই। তবুও সিকিম সরকার বাংলার গাড়ি ঢুকতে দেয় না কিছুটা রাজনৈতিক এবং কিছুটা বানিজ্যিক কারনে। পশ্চিমবঙ্গের গাড়ি ঢোকায় সিকিমের গাড়ির ব্যাবসা মার খাচ্ছিলো। বিশেষ করে ট্যাক্সি চালকদের মধ্যে অসন্তোষ বাড়ছিলো। তাই নানা অজুহাত দেখিয়ে সিকিম সরকার এই সিদ্ধান্ত নেয়। মাস খানেক আগেও পশ্চিমবঙ্গের একটি গাড়ি সিকিমে ঢুকে গেলে ওই গাড়ির পর্যটকদের সাথে দুর্ব্যাবহার করে সিকিম পুলিশ। তারপর থেকেই এই সমস্যা চলে আসছে।সমস্যার জেরে ভোগান্তির শিকার হতে হচ্ছে পাহাড়ে ঘুরতে আসা অসংখ্য পর্যটকদের।