অবতক খবর,৪ নভেম্বর : পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রকৃতিকে বাঁচাতে হবে এই বার্তা নিয়ে ভেগাবন্ড রাইডার্সের সিকিম সফরের শুভ সূচনা করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। পাহাড় কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা , পাহাড় কে বাঁচাতে ও প্রকৃতি কে পরিষ্কার রাখার বার্তা দিতে ভ্যাগাবন রাইডার্স ২০২০ নামক সংস্থার তরফ থেকে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। এই বিষয় গুলো ছাড়া নারী সুরক্ষা সুনিশ্চিত করা নিয়ে মানুষকে সচেতন করতে এই সংস্থার পক্ষ থেকে মোটর সাইকেলে করে সিকিম যাওয়ার কর্মসূচি গ্রহন করা হয়েছে। আর সেই কর্মসূচির উদ্বোধন করলেন ব্যারাকপুরে পুলিশ কমিশনার অলোক রজড়িয়া। প্রায় ৬০ জন চালক মোটর সাইকেলে চেপে দক্ষিণেশ্বর থেকে সিকিমের উদ্যেশ্যে যাত্রা শুরু করেন আগামী কাল। আজ ব্যারাকপুরে প্রশাসনিক ভবন থেকে এই মহৎ অনুষ্ঠানের সূচনা করলেন পুলিশ কমিশনার। এদিন ব্যারাকপুরের পুলিশ কমিশনার বলেন পাহাড় কে সুরক্ষিত না করতে পারলে মনুষ্য প্রজাতি সংকটের মুখে পড়ে যাবে। তাই পাহাড় ও প্রকৃতি কে বাঁচানো আমাদের একান্ত সময় উপযোগী কাজ। আর তাই এই ধরনের প্রচার কর্মসূচি খুবই দরকার।