অবতক খবর,২৪ জানুয়ারি: সিটু-র ১৬ তম অল ইন্ডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে মহঃ আমিন নগর, চেন্নাইয়ে। এই অধিবেশন চলবে ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। এদিন অধিবেশন উদ্বোধন করেন সভাপতি হেমলতা। উদ্বোধনী প্রকাশ্য সম্মেলনে উপস্থিত ছিলেনআই এনটিইউসি, এআইটিটিউসি, এআইসিসিটিইউ, ইউটিইউসি-র প্রতিনিধি শ্রমিক নেতৃবৃন্দ।

আজ শ্রমিক নেতা তপন সেন রিপোর্ট পেশ করেন। পরবর্তীতে বিভিন্ন রাজ্যের প্রতিবেদনে আলোচনা করা হয়।এই সম্মেলন চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এই আলোচনার মধ্যবিরতি পর্বে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য এই সম্মেলনে যোগ দিয়েছেন উত্তর ২৪ পরগণা জেলা থেকে মোট ৩৯ জন সিটু প্রতিনিধি। উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন গার্গী চ্যাটার্জী, শম্ভু চট্টোপাধ্যায়, নেপালদেব ভট্টাচার্য্য, সোমনাথ ভট্টাচার্য্য, আমেদ আলী খান,জহর ঘোষাল, শুভজিৎ দাসগুপ্ত,অসীম দত্ত, সুবীর ভট্টাচার্য্য প্রমুখ। আজ ২৪ জানুয়ারি থেকে ডেলিগেট সেশন শুরু হবে।