শিলিগুড়ি :: অবতক খবর :: ৮ জুন :: অবশেষে সিদ্ধান্ত বদল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের। এখন থেকে ভর্তি নেওয়া হবে সমস্ত রোগীকেই।
গত শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, বেশ কিছু ডাক্তার ও চিকিৎসা কর্মীরা করোনা সংক্রমিত রয়েছেন এবং অনেকেই কোয়ারেন্টিনে রয়েছেন,যে কারণে চাপ কমাতে আপাতত মুমূর্ষু এবং মরণাপন্ন রোগীদের ভর্তি নেওয়া হবে। এদিকে সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন ওএসডি কোভিড-১৯ নর্থবেঙ্গল ডাঃ সুশান্ত রায়।
তারপরই জানান যে, এই সিদ্ধান্ত বদল করা হয়েছে।এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রচুর ডাক্তার কাজে যোগ দিয়েছেন। যে কারণে যেসব রোগীদের ভর্তি নেওয়ার প্রয়োজন রয়েছে তাদের ভর্তি নেওয়া হবে।