অবতক খবর :: দক্ষিণ দিনাজপুর :: গঙ্গারামপুরে সিপিএমের বিক্ষোভ সমাবেশকে লোক দেখানো বলে কটাক্ষ করলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার। প্রশাসক অমলেন্দু সরকার আরো বলেন সিপিআইএম সামান্য একটি বিষয় নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।
প্রসঙ্গত গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক মন্ডলী বাতিলের দাবিতে গঙ্গারামপুর বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটি ।শুক্রবার গঙ্গারামপুর চৌপতি এলাকায় সিপিএমের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক নারায়ণ বিশ্বাস সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী সহ অন্যান্য বামফ্রন্ট নেতাকর্মীরা।
প্রসঙ্গত গত কয়েকদিন আগেই গঙ্গারামপুর পৌরসভার তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের মেয়াদ শেষ হয় এরপর এই পৌরসভায় বসানো হয় প্রশাসক। যেখানে পাঁচজনের একটি কমিটি গঠন করা হয়। প্রশাসক হিসেবে দায়িত্বভার দেওয়া হয় গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অমলেন্দু সরকারকে। এছাড়াও এই কমিটিতে রয়েছে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বর্ধন।
গত কয়েকদিন আগেই গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অমলেন্দু সরকার। এরপরে এদিন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক মন্ডলী বাতিলের দাবি তোলেন সিপিআইএম। সেই দাবিতে সরব হয়ে গঙ্গারামপুর চৌপতি বিক্ষোভ দেখায় সিপিআইএম। যদিও এই বিক্ষোভকে প্রাধান্য দিতে নারাজ গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার এ বিষয়ে তিনি জানিয়েছেন।