সীতাকুণ্ড, চট্টগ্রাম, বাংলাদেশ– অগ্নিদাহে নিহত ৪৯ জন এবং ৩০০-র বেশি আহত, সংবাদে প্রকাশ। নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে এ লেখা
সীতাকুণ্ডঃ অগ্নিপরীক্ষা
তমাল সাহা
কতসব বোধের কবিতা লিখি
উচ্চমার্গীয় চিত্রকল্প ঘোরে মাথায়।
আগুনের কোনো চিত্রকল্প হয় নাকি
সে তো শুধু মানুষ খায়!
সব জ্বালানির চেয়ে মানুষ সবচেয়ে দাহ্যবস্ত।
আগুনকে যে নামেই ডাকো পাবক হুতাশন
সে শুধু গিলে গিলে মানুষ খায়, তথাস্তু! তথাস্তু!
যতই তুমি পোস্টমডার্ন কবিতা লেখো
হিন্দু মুসলমান মানে না, মানে না কোনো ধর্ম
আগুন মানুষ পুড়িয়ে খায়, এটাই তার কর্ম।
আগুনকে পোস্টমডার্ন করলেও
মানুষ পুড়ে অঙ্গার, লেলিহান শিখা ঊর্ধ্বমুখী ধায়
পোস্টমর্টেম শব্দটি তখন দ্রুত চলাচল করে স্নায়ুকেন্দ্রে মাথায়
পোস্টমডার্ন শব্দ সব পথ খোঁজে পগারপার, দৌড়ে পালায়!