নিজস্ব প্রতিনিধি: ২ কেজি ৭০ গ্রাম সোনা সহ এক বাংলাদেশী ব্যক্তি শুল্ক্ দফতরের জালে ধরা পড়েছে। জানা গিয়েছে বাজেয়াপ্ত করা সোনার আন্তজার্র্তিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকার অধিক।
বিপুল পরিমান সোনার বিস্কুটসহ এক বাংলাদেশী নাগরিককে আটক করল শুল্ক দপ্তর। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে। ধৃত ব্যক্তির নাম মহম্মদ মনির হোসেন। ধৃত ব্যক্তি বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুরের বাসিন্দা ছিলেন। সোমবার ওই বাংলাদেশী ব্যক্তি চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট নিয়েই ভারতে ঢুকেছিলেন। সেই সময় ওই বাংলাদেশী ব্যক্তির আচরণ শুল্ক কর্তাদের মনে সন্দেহ জাগিয়ে তোলে। তল্লাশি চালানো হয়। এই তল্লাশির সময় তার কাছ থেকে একাধিক সোনার বিস্কুট উদ্ধার করা হয়।