অবতাক সংবাদদাতা :- কেন্দ্রীয় লোক নির্মাণ বিভাগ অর্থাৎ সি পি ডব্লিউ ডির নতুন রাস্তা তৈরি হতেই চাং চাং পিচ সহ রাস্তায় পাথর উঠে আসছে,তাই দেখে গ্রামবাসীদের খোব বিক্ষোভ। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের কালাঞ্চী থেকে হাকিমপুর বিথারী সীমান্ত পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার নবনির্মিত রাস্তা তৈরি হয়েছে কয়েক লক্ষ টাকা দিয়ে। সেই রাস্তা তৈরী হওয়ার কিছুদিনের মধ্যেই চলাচলের অযোগ্য হয়ে ওঠে । এতটাই নিম্নমানের পিচ, স্টোনচিপস দিয়ে তৈরি হয়েছে, যত্রতত্র হাত দিলে চাং চাং পিচ উঠে আসছে। রাস্তা খুঁড়লে মাটির তলায় দেখা যাচ্ছে কাদার আস্তরণ। এই রাস্তা চলার পক্ষে এতটাই অযোগ্য হয়ে পড়েছে,যে সীমান্তের মানুষরা ক্ষোভ দেখাতে শুরু করেছে।
মোট ২২ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হওয়ার কথা ছিল, তার মধ্যে ১১ কিলোমিটার রাস্তা নবনির্মিত হয়েছে। রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল ও নিম্নমানের মাল দিয়ে তৈরি করার জন্য এই অবস্থা। একদিকে বিএসএফের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যা বিএসএফ পেট্রোলিং করার একমাত্র রাস্তা। পাশাপাশি সীমান্তের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সাইকেল থেকে শুরু করে ছোট যানবাহন চলা চলের অযোগ্য হয়ে পড়েছে।তার পাশাপাশি স্বরূপনগরকে শস্য ভান্ডার বলা হয়, বহু কৃষক এই রাস্তার মধ্যে দিয়ে তাদের জমির ফসল নিয়ে দূর দূরান্তে গিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। তারাও ঘোর বিপাকে পড়েছে এই নিম্নমানের রাস্তার কারণে, এই নিয়ে প্রশাসনিক আধিকারিকরা মুখ খুলতে চাননি।