অবতক খবর,১১ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে আজ স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে তাঁর আবক্ষ মূর্তি উন্মোচন করেন।
সোমনাথ মজুমদার, ওই স্কুলের শিক্ষা কর্মী জানান, আবক্ষ মূর্তি উন্মোচন করেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুবল চন্দ্র ভৌমিক।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক নিতাই চন্দ্র দাস, মহকুমা বিদ্যালয় পরিদর্শক প্রবাল রঞ্জন সাঁতরা, প্রাক্তন প্রধান শিক্ষক হিমাংশু সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জীবন নিয়ে বিশেষ আলোচনা সভায় আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানে।
তিনি আরো জানান, কোভিদ বিধি মেনে এই সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে।