অবতক খবর,ইসলামপুর ২ ডিসেম্বর:সন্তান প্রসবের পর মায়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ার পর সুচিকিৎসার প্রয়োজনে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ।রোগী রোমিনা খাতুন অভিযোগে জানান প্রায় মাস ৬য়েক আগে ইসলামপুর মহকুমা হাসপাতালে তিনি সন্তান প্রসব করেন। তাকে সিজারের সন্তান প্রসব করানো হয়। সেই সময় থেকেই তিনি প্রস্রাব ও মল একই জায়গা থেকে করছেন।

বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষের নজর আনলে ও চিকিৎসার পরিবর্তে তাকে ঘোরানো হচ্ছে। ফলে তিনি নিরুপায় হয়ে বিভিন্ন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা করতে গেলে জানতে হাসপাতালে চিকিৎসার ভুলে মল ও মূত্র নিঃসরণের নালী একটি করে দিয়েছে। হলে মল ও মূত্র নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। বিষয়টি হাসপাতালে কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তাকে চিকিৎসার পরিবর্তে হয়রানি করছেন। এই মর্মে তিনি হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানিয়েছেন।। তার স্বামী মোঃ মাজহারুল বলেন, আমরা গরীব মানুষ। বেসরকারিভাবে চিকিৎসা করাতে গেলে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন।

ওই বিশাল পরিমাণ টাকা ওই বিশাল পরিমাণ টাকা যোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। গত শুক্রবার হাসপাতালেও নিয়ে আসলে তাকে ভর্তি করা হয় করানো হয় কিন্তু একদিন রাখার পরই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছুটি দিয়ে দেয়। ফলে আমরা খুব নিরুপায় হয়ে পড়েছি আদৌ কি চিকিৎসা মিলবে।

যদিও হাসপাতাল সুপার সুরুজ সিনহা জানান ওই রোগী সিজার হয়নি ফলে চিকিৎসার ভুল হয়েছে তা মানার অবকাশ নেই। তারপরও তাকে বলা হয়েছে যে চিকিৎসক সন্ধান প্রসবের সময় চিকিৎসা করেছেন তার অধীনেই ভর্তি হয়ে চিকিৎসা করতে পরামর্শ দেওয়া হয়েছে।