দক্ষিণ মহাসাগর পারে এই উপমহাদেশ। এই আমার মহাতীর্থ ভারতবর্ষ। বৈচিত্র কাকে বলে? বৈচিত্রের মধ্যে দেখো ঐতিহ্যের ঐক্য!
সুচেতনা জাগে
তমাল সাহা
১) নিরাময়
ধর্ম ! কাকে ধারণ করে?
কার মাথা ধারণ করেছে কার বুক
কার মাথা ছুঁয়ে আছে কার চিবুক!
তুমি কি অসুস্থ পীড়িত?
নিরাময় হয়ে যাবে দ্রুত।
দেখো এই জাগতিক দৃশ্য
নিহিত সুগভীর পরামর্শ!
২) যুগলবন্দী
তবলার কাঁধে সন্তুর
কে জানে যাবে কতদূর!
৩) হায় ধর্ম
ভিলেপার্লে পবনহংস শ্মশান।
ধর্ম কোথায়?
একটি মানুষ অগ্নিশুদ্ধ অভিযাত্রায়
অন্য একটি মানুষ পাশে দণ্ডায়মান
দেখে অগ্নিঅভিযান
৪) রাগ ও আনুরাগ
দুটো যন্ত্রই বেজে ওঠে সুরে ও তালে
পাশাপাশি বসে দুই বিগ্রহ
আমি আশ্চর্য, ভাবি এ কোন গ্রহ!
দুজনারই উদ্দাম কেশ
সুর ও তালে গড়ে ধ্যানতন্ময় পরিবেশ
এটাই ভারতবর্ষ, এটাই আমার দেশ।