অবতক খবর , অভিষেক দাস,মালদা:- সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের পর কেটে গিয়েছে চারদিন। কিন্তু শোক কাটিয়ে উঠতে পারি নি মৃত ও আহতদের পরিবারগুলি। এই অবস্থায় অসহায় ওইসব পরিবারের পাশে দাঁড়ালেন এলাকারই এক চিকিৎসক ডা: জোয়েব আলি বিশ্বাস। তাঁর উদ্যোগে আজ মৃত ও আহতদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় ।
এদিনের এই কর্মসূচিতে ডা: জোয়েব আলি বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আরিফ আলি, তৃনমূলের জেলা সম্পাদক সারিউল শেখ, স্থানীয় তৃনমূল নেতা তারেক বিশ্বাস, সাফিকুল আলম সহ অন্যান্যরা।
এদিন ডা: জোয়েব আলি বিশ্বাস বলেন , লকডাউন থেকেই আমি আমার জন্মভূমি কালিয়াচকের সুজাপুরে আছি। সেখানেই খাদ্যসামগ্রী এর আগেও বিলি করেছি গরিব মানুষদের । গরীব মানুষদের জন্য স্বাস্থ্য শিবির করছি।
প্রতি সপ্তাহে অন্তত দুদিন করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে বিনামূল্যে এবং তাদের ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি। সুজাপুরের এই দুর্ঘটনার খবর জানার পর আমার মনে হয়েছে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো উচিত।
তাই নিজের গাঁটের টাকা খরচ করে মৃত এবং আহতদের পরিবারকে ২৫ এবং ১০ হাজার টাকা করে দিয়েছি। তাদের আগামী দিনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।