অবতক খবর,২৪ আগস্টঃ বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি ১, নম্বর ব্লকে সরবাড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ৩০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডো ঝরে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঁচ শতাধিক বাড়ি, একদিকে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের গাছ বাসন্তী উপরে পড়েছিল।
একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বেশ কয়টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এর পরেই জানতে পারে সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ আজান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা উদ্যোগ সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো একদিকে ত্রাণ ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে ত্রিপল দেয়ার কাজ হয়েছিল বহু গ্রামবাসী এখনো স্কুল বাড়িতে রয়েছে, তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই খবর প্রচারিত হতে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎকুমার ত্রিবেদী জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে আসেন।
এদিন এক দিকে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন অন্যদিকে তাদের আর্থিক সাহায্য ঘর থেকে শুরু করে সব রকম সামাজিক দিকটাও খতিয়ে দেখেন পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সব রকম সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি দুর্গতদের জন্য পর্যাপ্ত চাল মজুত করা হয়েছেও ত্রানের ব্যবস্থা করা হয়েছে । প্রায় দুই হাজার মানুষকে ত্রিপল করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পুনরায় সংস্কারের কথা ঘোষণা করেছেন।