অবতক খবর,৭ ফেব্রুয়ারি,নদীয়া:- সুরের মূর্ছনায় সারা পৃথিবী, সংগীতজগতের স্বরস্বতীর চিরবিদায়ে শোকোস্তব্ধ সমগ্র জাতি। 36 টি ভাষায় 30 হাজারেরও বেশি গান আজ সারা দিন বেড়ে চলেছে গোটা ভারতবর্ষে। সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সঙ্গীতপ্রেমী সকলের মনেই বিষাদের সুর।

নদিয়ার নবদ্বীপের শিমুলগাছির বাসিন্দা সুপ্রিম চৌধুরী সুর সম্রাজ্ঞীর প্রয়ানের খবর শুনেই মাত্র ৫ ঘন্টায় নিজেই গান লিখে , সুর মিশিয়ে রেকর্ড করলেন শ্রদ্ধার্ঘ্য হিসেবে । লতার মঙ্গেশকরের প্রয়ানের খবর গতকাল রাতে শোনার পর থেকে নাওয়া খাওয়া ছেড়ে তাঁর স্মরণে লেখেন গান।

সুপ্রীম বাবুর ডেকরেটার্সের ব্যবসা । কাজের মাঝেই গুনগুনিয়ে তৈরি করে ফেলতে পারেন গানের কথা হাজারো ব্যস্ততার মধ্যে লাগিয়ে দেন এর, শ্রুতি মধুর হয়ে ওঠে সকলের কাছে। আগেও তিনি অনেক গান নিজে করেছেন, পেয়েছেন সম্মান । ব্যবসা করলেও সংগীতের প্রতি তার অসম্ভব ঝোঁকের কথা জানেন , প্রতিবেশী থেকে পরিজন সকলেই।