সূর্যস্নান
তমাল সাহা
বাংলা চিঠিতে
প্রণামের কথা থাকে শেষে।
তোমাদের প্রতি
আমার চিঠিতে প্রণাম থাকুক
প্রতি ছত্রে ছত্রে মিশে।
লড়াকু এমন সংগ্রাম দেখিনি কোনোদিন–
দেখিনি এতো জেদ ও তেজ।
রাষ্ট্রেরও পালাবার পথ নেই
হারিয়ে ফেলেছে রোয়াবি আমেজ।
পানি আলো বন্ধ করেছে রাষ্ট্র।
কতদূর যেতে পারে, কি করতে পারে ওরা?
লক্ষ লক্ষ চোখের পানিতে
তৈরি হচ্ছে বেগবান ফোয়ারা।
বিদ্যুৎ নেই,তবে কি নিডে গেছে আলো?
সীমান্তের দিকে ঝুঁকে গিয়েছে চাঁদ
লাখো লাখো নক্ষত্র এখন জ্বলে
আরো সুতীব্র জোরালো।
এ লড়াই প্রকৃতির লড়াই
এ লড়াই মাটির লড়াই
এ লড়াইয়ে কবুল জান মান।
কৃষকের হাতে লেগে আছে মাটি
কার হিম্মত, তাকে করে অপমান?
এ লড়াই করবেই সূর্যস্নান।