কৃষক বিদ্রোহ দমনে সড়কে গজাল পুতলো রাষ্ট্র আর তার পাশে পূষ্পচারা পুতলো কিষানেরা। সংগ্রাম হয়ে উঠলো ঐতিহাসিক– রাষ্ট্রের সংঘর্ষ বনাম কৃষকের সৃজন।
সৃজক
তমাল সাহা
শাসকের দেহে লেগেছে পোকা
চোখে দেখছে মড়ক
গজাল পুঁতে তৈরি হয় কি সড়ক?
কৃষক তো সৃজক
অন্নদাতা বিবেচক
গজালের পাশে দেয় মাথাচাড়া
প্রতিস্পর্ধী বেড়ে ওঠে পুষ্পচারা।