উৎপল রায় :: অবতক খবর :: জলপাইগুড়ি :: মঙ্গলবার ধুপগুড়ি একটি সেচ্ছাসেবী সংগঠন ধূপগুড়ি ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাগুরমারি ২ নং অঞ্চলের কমিটি হলে ডেঙ্গু ও কোভিড -১৯ নিয়ে একটি সচেতনতা শিবির করলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে।
আজকের শিবিরে উপস্থিত ছিলেন ধুপগুড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সুবীর কর্মকার মহাশয়, ধূপগুড়ি ব্লকের মহিলা মহাসংঘের সভানেত্রী শ্রীমতী মঞ্জুয়ারা বেগম এবং প্রধান শ্রীমতী সীমা রায়, সেকেন্ড এ এন এম প্রতিমা রায় এছাড়াও অঞ্চলকর্মী, আশা কর্মী ও ইচ্ছেডানা পরিবার।
শিবির শেষকরার পর জলঢাকা বাজারে বিভিন্ন দোকানদার, স্থানীয় মানুষজন ,পথচারী সহ কাঠের মিলের শ্রমিকদের ডেঙ্গু নিয়ে প্রচার পত্র ও মাক্স বিলি করলেন। এলাকাবাসী সংগঠনের এই কাজে খুবই খুশি।