অবতক খবর,৮ আগস্ট,বাঁকুড়া:-হু হু করে বইছে জল।এই ছবি বাঁকুড়ার মেজিয়া ব্লকের মাতাবেল সেতুর। গতকাল বিকেলে টানা কয়েক ঘন্টা বৃষ্টি যার যেরে এই মাতাবেল সেতুতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল।এর ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ঘুরপথে যেতে হচ্ছে সকলকেই।তবে ঘুরপথ এড়াতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়েও করছে যাতায়াত। স্থানীয়দের দাবি, প্রতি বর্ষার সময় দামোদরের জল বাড়লে এই চরম দুর্ভোগের শিকার হন তারা। তাই প্রশাসনের কাছে তাদের আবেদন পুনঃসংস্কার করা হোক এই মাতাবেল সেতুর। যদিও মেজিয়া পঞ্চায়েত সমিতির সদস্য জন্মেঞ্জয় বাউরী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে মেজিয়ার নামোমেজিয়া গ্রামে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি।নামোমেজিয়া গ্রামের দুর্গাদাস বাউরি নামে এক গ্রামবাসী বাড়িতে জল ঢুকে পড়ছে। নিরুপায় হয়ে জল যন্ত্রণা নিয়েই কচিকাঁচা ছেলে মেয়েদেরকে নিয়ে ঐ বাড়িতে বসবাস করছেন পরিবারের সদস্যরা।