অবতক খবর , সম্পা ভট্টাচার্য , জলপাইগুড়ি :- “সেফ ড্রাইভ সেভ লাইফ” কার্যক্রম অনুসারে শুক্রবার মাল ট্রাফিক পুলিসের পক্ষ থেকে রাস্তায় চলাচলকারী সমস্ত সাইকেল আরোহীদের সাইকেলে রেডিয়াম স্টীকার লাগানো হল।এদিন মালবাজার শহরের সুভাষ মোড়ে পুলিসের পক্ষ থেকে একশর বেশী সাইকেলে স্টীকার লাগানো হয়।

সেইসঙ্গে পথচারীদের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন মালের এস ডি পি ও দেবাশিষ চক্রবর্তি, ওসি শুভাশিষ চক্রবর্তি, ট্রাফিক ওসি দেবজিত বোস সহ অন্যান্যরা।

এস ডি পি ও বলেন রাস্তাঘাটে যাতে সাইকেল আরোহীরা দুর্ঘটনায় না পড়েন সেজন্যই এই ব্যাবস্থা করা হচ্ছে।রাতের অন্ধকারে অনেকসময় পরিস্কার দেখতে না পেয়ে সাইকেলের সঙ্গে অন্য যানবাহনের সংঘর্ষ হয়ে যায়।রেডিয়াম স্টীকারে আলো পরলে সাইকেলের উপস্থিতি বোঝাতে এই দুর্ঘটনা এড়ানো যাবে।”