অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    পথ দূর্টনায় মৃত্যু কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া “সেফ ড্রাইভ – সেভ লাইফ ” কর্মসূচীর চতুর্থ বর্ষপূর্ত্তি উদযাপন করা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগের তরফে।

এদিন সকাল কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গন থেকে একটি সুদৃশ্য বাইক র‍্যালির মাধ্যমে এই “সেফ ড্রাইভ – সেভ লাইফ ” বর্ষপূর্ত্তি উদযাপনের সুচনা হয়। কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগের ওসি দিনাসাং শেরপার নেতৃত্বে এই বাইক র‍্যালি শহর পরিক্রমার মাধ্যমে সচেতনতার বার্তা দেয়। এই বাইক র‍্যালির মাঝে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে একটি ট্রাফিক সচেতনতা অনুষ্ঠান হয়। কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগের অফিসার প্রতাপ মিশ্র এবং ট্রাফিক বিভাগে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এই সচেতনতা অনুষ্ঠানে বার্তা দেওয়া হয় নিয়ম মেনে পথ চলার।

এদিন কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের ওসি শ্রীমতি দিনাসাং শেরপা বলেন “সেফ ড্রাইভ – সেভ লাইফ ” কর্মসূচীর চতুর্থ বর্ষপূর্ত্তি উদযাপন করা হচ্ছে। আমাদের বার্তা নিয়ম মেনে বাইক ও গাড়ি চালান। করোনা সংক্রমণের এই সময় বাইকে দুজন নয়। সর্বদা মাথায় হেলমেট এবং মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়ে বাইক চালান। প্রয়োজন ছারা রাস্তায় বেড় হবেনা।