অবতক খবর, ২১ অক্টোবরঃ আর এস এস-এর উদ্যোগে চলমান চিকিৎসা যান উদ্বোধন হল কাঁচরাপাড়ায়। RSS-এর সর্বভারতীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন স্থানীয় বেল ইনস্টিটিউটে । এই চিকিৎসা যান গ্রামে অসহায় মানুষের পাশে দাঁড়াবে।
বিজেপির প্রাণভোমরা লুকিয়ে আছে আর এস এস- এর মধ্যে এটা সর্বজনবিদিত।
আর এস এস একটি রেজিমেন্টেড সংগঠন। এই সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন। এবং এর সাংগঠনিক শক্তি ভারতবর্ষেব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, তা অনস্বীকার্য।
সূত্রের খবর, এই অঞ্চলের নিকটবর্তী দুঃস্থ পিছিয়ে পড়া ও আদিবাসী এলাকায়, শ্রমিক বস্তিতে, ইটভাটা অঞ্চলে এই সংগঠন সেবা কার্যক্রম বিশেষভাবে চিকিৎসার উদ্যোগ নিয়ে জনসংযোগ বাড়াবে।এ জন্যই এই ভ্রাম্যমাণ সেবা শকটের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শুভ্রাংশু রায়, সৌরভ সিং, দেবজিত সরকার এবং কাঁচরাপাড়া কল্যাণী এলাকার বিশিষ্ট চিকিৎসক, উকিল, ব্যবসায়ী, সাহিত্যিক, শিক্ষকজন।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং কর্ম পরিকল্পনা নিয়ে বিশদ বক্তব্য রাখেন ও চলমান সেবা শকট উদ্বোধন করেন স্বামী শঙ্করদেবানন্দ মহারাজ, RSS- এর সর্বভারতীয় নেতৃত্ব শ্রী অদ্বৈতচরণ দত্ত, RSS -এর ব্যারাকপুর জেলা কার্যবহ মদন বিশ্বাস।