অবতক খবর,১৬ ডিসেম্বর: যশ ঝড়ের পর সংবাদমাধ্যমে সুন্দরবনের বাসিন্দাদের দুর্দশা দেখে প্রান কেঁদে উঠেছিল তার, নিজের পয়সায় ত্রাণ সাহায্য নিয়ে ছুটে গিয়েছিলেন সেই অন্চলে,ঝাঁপিয়ে পড়েছিলেন ত্রানকার্যে। ওই অন্চলের মূল সমস্যা, পাকা বাধ নির্মানের দাবিতে সোচ্চার হয়েছিলেন তিনি। এমনকি পাকা বাঁধ নির্মানের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করে সংবাদের শিরোনাম হয়েছিলেন কলকাতা হাইকোর্টের এই আইনজীবী রাজেশ ক্ষেত্রী।
টাইমস ব্র্যান্ড আইকনের সেরা সমাজসেবী রুপে ভূষিত হলেন ক্ষেত্রী ফাউন্ডেশনের কর্নধার ও বিশিষ্ট আইনজীবী রাজেশ ক্ষেত্রী। বুধবার সন্ধ্যায় কলকাতার হায়াতে এক বর্নাঢ্য অনুস্ঠানে টাইমসের তরফে তার হাতে পদক তুলে দেন বলিউডি তারকা নোরা ফতেআলি। ঐ অনুস্ঠানেই অন্যান্য বিভিন্ন বিষয়েও সেরাদের পদক তুলে দেওয়া হয়। সমগ্র অনুস্ঠানটি সন্চালনা করেন মীর।
তবলায় মনোরঞ্জন করেন বিক্রমজিত ঘোষ। টলিউডি নায়িকা কোয়েল মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট শিল্পপতিরাও। পুরস্কার হাতে নিয়ে শ্রী রাজেশ ক্ষেত্রী জানান,তিনি অবহেলিত নারী ও শিশুদের স্বার্থে আরও কাজ করতে চান। অনাথ শিশুদের জন্য খুব শীঘ্রই একটি স্কুল খোলার কথাও বলেন তিনি। আজকের এই পুরস্কার প্রাপ্তি তার সমাজসেবার কাজের পরিধি আরও বৃদ্ধি করতে সহায়ক হবে বলে জানান তিমি।