পথে বসে থাকা যোগ্য প্রার্থীদের এখন অবস্থা কি?

সোজা কথা
তমাল সাহা

‌শিক্ষকরা জাতির পিতা
শিক্ষকদের প্রণাম করো।
আঁধার থেকে আলোয় ফেরায়
মনে মনে মূর্তি গড়ো।

শিক্ষকরা পথের পরে
বেতন বাড়াও —
আন্দোলন করে!
শালাদের সাহস বড়ো
ব্যাটাদের জেলে পোড়ো।

শিক্ষকরা সমাজ সেবক
ওরা কেন রাঙায় চোখ?
আত্মত্যাগ বড় কথা
ওদের কেন বেতনে ঝোঁক?

আমরা তো মন্ত্রীমশাই
কত শ্রমে দেশটা চালাই।
প্রয়োজনে কাটমানি খাই
ইচ্ছে মতো বেতন বাড়াই।

বাড়াই তো বাড়াই!
তোর তাতে কি?
তোকে কি ডরাই নাকি!

তোরা কি মন্ত্রীরও বাড়া?
কোথাকার হতচ্ছাড়া!
উঠবি বসবি আমার কথায়
সেটাই তো ভালো দেখায়!

রাজ্য জুড়ে শিক্ষক দিবস
দিচ্ছি মান,মেডেল-সম্মান।
কতো গুণগান,আর কি চান?
তারপরও আরো বেতন
ছাড়ুন ওসব ছুঁচোর কেত্তন!

অনেক হয়েছে মাস্টার মশাই
অনেক হয়েছে ক্লাস কামাই!

এবার বলি স্পষ্ট-সোজা
আন্দোলনটা তুলে নিন।
ঐ দেখুন পুলিশ দাদা!
শ্রীঘরেতে ‘আচ্ছে দিন’।