নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বাঁকুড়া জেলার সোনামুখীতে অডিটোরিয়াম হলে মুখ্যমন্ত্রীর নির্দেশে সোনামুখী বিধানসভার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো । যেহেতু সোনামুখী বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কোন বিধায়ক নেই তাই এই সাংবাদিক সম্মেলন করলেন সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় । সাংবাদিক সম্মেলনে বিজেপিকে এক হাত দেন তিনি । তিনি বলেন , বর্তমান কঠিন পরিস্থিতিতে বিজেপিকে মানুষের পাশে দেখা যায়নি তারা তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা অপপ্রচার করতে ব্যস্ত ছিল । এছাড়াও তিনি বলেন বিজেপি মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসকে হেয় করার চেষ্টা করেছিল কিন্তু তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে বিজেপির এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ।
আজকের সাংবাদিক সম্মেলন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন , বর্তমান কঠিন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আর বিরোধীরা বিশেষ করে বিজেপি মিথ্যা অপপ্রচার করছে সেই অপপ্রচারের যোগ্য জবাব দেওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রী মানুষের জন্য যে সমস্ত কাজ গুলি করে চলেছেন সেগুলিকে তুলে ধরার জন্যই আমাদের এই সাংবাদিক সম্মেলনে । তিনি বলেন সোনামুখী বিধানসভায় মোট 56 টি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে সেখানে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে আমরা সর্বদাই দাঁড়িয়েছে এবং তাদের খাওয়া-দাওয়ার সুবন্দোবস্ত করেছি । তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে যাদের জব কার্ড নেই তাদের জব কার্ড তৈরি করে ১০০দিনের কাজ দেওয়া দিয়েছি ।
বিজেপির পাশাপাশি সোনামুখী বিধানসভার বর্তমান সিপিআইএম বিধায়ক অজিত রায়কেও এক হাত দেন প্রণব বাবু । তিনি বলেন বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে মানুষ যখন দিশেহারা তখন এমএলএ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভূয়শী প্রশংসা করে তিনি বলেন করোনার প্রথম দিন থেকে তিনি রাস্তায় নেমে তার মোকাবিলা করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন । ২০২১ সালে তৃণমূল কংগ্রেস সোনামুখী বিধানসভায় ক্ষমতায় আসবে এমনটাই আশাবাদী তিনি ।