সোনারপুর বাজারে ভাইপো ও কাকার সঙ্গে তুমুল ঝগড়া হয়ে। এই ঝগড়ার পরিণতি হয়ে কাকার মৃর্ত্যু। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ ভাইপো মিঠু সিং তার কাকা সুনিল সিং কে ঘরে ডেকে নিয়ে চাকু দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনায় মিঠু সিং এর স্ত্রী পূজা সিং ও জড়িত। পুলিশ দুইজনকে আটক করেছে এবং দেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন যাবৎ কাকা ভাইপোর মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল আজ সেই বিষয়ে সকাল থেকেই ঝগড়ার সৃষ্টি হয় রাতের বেলায় কাকাকে ডেকে আলোচনা চলাকালে হঠাৎই মিঠু তার কাকার উপর চড়াও হয় এবং ছুরি দিয়ে তার কাকার বুকে কোপাতে শুরু করে।

স্থানীয়রা ঘটনা বুঝে ওঠার আগেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কাকার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।