অবতক খবর,১২ অক্টোবরঃ প্রতিদিনের মতোই বুধবার বেলায় নৈহাটি থেকে ট্রেন ধরে বাড়িতে বানানো সোনার অলংকার কলকাতার বউ বাজারে মহাজনের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ট্রেনটি কাঁকিনাড়া ঢোকার মুখেই ওই স্বর্ণ কারিগরের হাত থেকে সোনার গহনা বোঝাই ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় এক ছিনতাইবাজ। মনের দুঃখে ফের নৈহাটিতে ফিরে গিয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই স্বর্ণ কারিগর। যদিও রেলপুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি।

কিন্তু ট্রেনের মৃদু ধাক্কায় তাঁর ডান দিকে কানের পাশে আঘাত লাগে। কাঁকিনাড়া মাদরালের বাসিন্দা জখম মিলন কৃষ্ণ কর্মকারকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে নৈহাটি জিআরপি থানার পুলিশ।