শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ সোমবার শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘন্টায় শিলিগুড়িতে ৭ জনের মৃত্যু হওয়ায় উদ্বিগ্ন শহরবাসী। এদিন কাওয়াখালির দিশান হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ির আশ্রমপাড়ার বাসিন্দা সরস্বতী বনিক, নাগরাকাটার বাসিন্দা প্রদীপ প্রধান, কালিম্পং এর বাসিন্দা রবীন রায়, মালবাজারের বাসিন্দা রহদুল ইসলাম, বানারহাটের বাসিন্দা ভবেন নার্জিনারী, কামাক্ষাগুড়ির বাসিন্দা লাকি সাহা এবং রায়গঞ্জের বাসিন্দা রিমি দে।
সোমবার করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুরে পাশাপাশি এদিন শিলিগুড়িতে ফের অনেকটাই বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। এদিন শিলিগুড়ি পুরনিগম এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন মোট ৭১ জন। এদিন দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৮৯ জন। দার্জিলিং জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ জন, এবং জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুর নিগমের সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ২৭ জন। এদিন শিলিগুড়ি পুর এলাকার ২ ৩ ৮ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৬ ১৭ ২১ ২৭ ৩১ ৩৪ ৩৬ ৩৭ ৩৮ ৪০ ৪১ ৪২ ৪৬ ৪৭ নম্বর ওয়ার্ডে করোনায় সংক্রমনের খবর মিলেছে।
এদিন শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ১১, খড়িবাড়ি ব্লকে ৩, মাটিগাড়া ব্লকে ১২, ফাসিদেওয়া ব্লকে ৩, সুকনায় ৩, বিজনবাড়ি এলাকায় ৩, সুখিয়া পোখরিতে ৩, দার্জিলিং পুর এলাকায় ৬ ও তাকদহতে ১ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমনের খবর মিলেছে। এদিন কালিম্পং জেলাতেও নতুন করে করোনায় আক্রান্তের কোন খবর নেই।
এদিন দার্জিলিং জেলার বিভিন্ন সরকার অধিগৃহীত কোভিড হাসপাতাল, সেফ হোম এবং হোম আইসোলেশন থেকে মোট ৭৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম।