অবতক খবর,১৭ জানুয়ারিঃ সৌদি আরবে কাজ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকলের টিকটিকি পাড়ার এক পরিযায়ী শ্রমিকের।
পেটের টানে সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের ডোমকলের টিকটিকি পাড়া গ্রামের বাসিন্দা আক্তারুল মন্ডল। তবে সৌদি আরব থেকে তার আর ফিরে আসা হল না। সৌদি আরবেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আক্তারুল মন্ডলের। তার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবারের পাশাপাশি গ্রামবাসী। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকে স্তব্ধ হয়ে গিয়েছে আত্মীয়-স্বজন। কফিন বন্দি দেহ ফেরার অপেক্ষায় পরিবারের সদস্যরা। তবে আদৌ কি ফেরাতে পারবে সৌদি আরব থেকে আক্তারুলের মৃতদেহ। অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরবে গিয়েছিল আক্তারুল । কাজ করে রোজগার করবে, ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করবে। তার ছেলে যেন তার মতো পরিযায়ী শ্রমিক না হয়। কোথায় হারিয়ে গেল সেই স্বপ্ন। সব স্বপ্ন পরিবারের কাছে এক দুঃস্বপ্ন এর মতো মৃত্যুর খবর এসে পৌঁছালো। দিশেহারা হয়ে গেল পরিবার। শেষ দেখা দেখতে পেল না ছেলে-মেয়ে স্ত্রী মা বাবা আপনজনেরা। কিভাবে যে তার মৃত্যু হয়েছে । মৃত্যুর সময় কতটা কষ্ট পেয়েছে । সেসব কথা ভাবতে ভাবতে পরিবারের লোকজন স্তব্ধ হয়ে গিয়েছে। তবে এখন প্রহর গুনছে কিভাবে ফেরানো যায় তার মৃতদেহ । শেষ দাফন টা যদি এখানে করা যেত হয়তো পরিবারের লোকজনের মনে একটু শান্তি হতো।