অবতক খবর,২৫ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে মন্তেশ্বর থানা এবং মন্তেশ্বর বাজারে সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক পরিদর্শন করলেন। এই দিন মঙ্গলবার মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মন্তেশ্বর থানা ও মন্তেশ্বর বাজারে সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক পরিদর্শন করেন।

মূলত ছাত্রীদের বাল্যবিবাহ সেভ ড্রাইভ সেভ লাইফ, বিভিন্ন সময় তাদের ওপর নির্যাতন, এমনই এইসব নিয়ে মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষে থানার সেকেন্ড অফিসার গণেশ সেন সচেতনতার শিবির করেন মন্তেশ্বর থানা চত্বরে।
পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে বিভিন্ন সমস্যা, তাদের প্যান কার্ডের প্রয়োজন হয়, সেই প্যান কার্ডের বদলে অন্য কোন ডকুমেন্ট দিয়ে একাউন্ট খোলা যায় সেই বিষয়গুলি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয় ইস্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুমনা মন্ডল জানান আজ আমরা বিদ্যালয়ের ৫০জন কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের নিয়ে মন্তেশ্বর থানা ও মন্তেশ্বর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক পরিদর্শন করলাম। এই পরিদর্শনে পর ছাত্রীরা ভবিষ্যতে অনেক উপকৃত হবে বলে জানান তিনি।
সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের ম্যানেজার কল্যাণ কুমার দাস জানান এইরকম পরিদর্শনের ফলে ছাত্র-ছাত্রীদের অনেক অভিজ্ঞতা বা সচেতন হবে ব্যাংক সম্পর্কে তার ফলে তারাও যেমন উপকৃত হবে ব্যাংক পরিচালনার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে বলে তিনি জানান।