অবতক খবর,৯ অক্টোবর: স্কুলের জমি ঘিরতে বাধা,উচ্ছেদের আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের। যদিও স্থানীয় কাউন্সিলারের দাবি, পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান । নৈহাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানকার ইশাকসর্দার রোডের হাজিনগর উর্দু মিডিয়াম জুনিয়র হাইস্কুল লাগোয়া ৭ টি পরিবার রয়েছে। দীর্ঘ বছর ধরে তারা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
বর্তমানে স্কুল কমিটি সহ স্থানীয় কাউন্সিলারের দাবি, আড়াই খানা ঘর স্কুলের জমিতে রয়েছে। বাসিন্দাদের আরোও অভিযোগ, স্কুলের পাঁচিল তুলে তাদেরকে উচ্ছেদ করতে চাইছে ঠিকাদার ও তার লোকজন। পাঁচিল তুলতে বাধা দেওয়ায় রাতে তাদেরকে হুমকি ও ভয় দেখানো হয়েছে। এই নিয়ে বাসিন্দারা পুলিশের দারস্থ হয়েছেন।
যদিও উক্ত ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জাহিদ হুসেন বলেন, স্কুলের নিজস্ব জমিতে পাঁচিল দেওয়া হচ্ছে। কারো কোনও অভিযোগ থাকলে প্রশাসন আছে। কিন্তু শ্রমিককে মারতে যাবে কেন। তবে তিনি ওই তিনটি পরিবারের পুনর্বাসনের পক্ষে মত প্রকাশ করেছেন।