অবতক খবর,১১ সেপ্টেম্বর,জলপাইগুড়ি:স্কুল চলাকালীন ক্লাসরুমে ঢুকে পড়ল বিষধর সাপ, আতঙ্কিত স্কুলের পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকারা। পরিবেশ প্রেমী সংগঠনের সহযোগিতায় উদ্ধার হল সাপ। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের জল্পেশ লক্ষীকান্ত হাই স্কুলে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে।

জানা গিয়েছে, এদিন স্কুলের ক্লাস চলাকালীন ক্লাসরুমে ঢুকে পড়ে একটি বিষধর গোখরো সাপ । সাপ দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার শুরু করে দেয় পড়ুয়ারা। এরপর শিক্ষকরা ছুটে এসে সাপটিকে দেখতে পেয়ে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দেয়। আতঙ্কে ততক্ষণে বন্ধ হয়ে যায় স্কুলের পঠন-পাঠন।

খবর পেয়ে স্কুলে পৌঁছায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। কিছুক্ষণের চেষ্টায় বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেয় পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। এরপর আতঙ্ক মুক্ত হয় স্কুল।