অবতক খবর,১২ ফেব্রুয়ারী : স্কুল চলাকালীন পরিত্যক্ত পুরনো চাপাকল এলাকার নিকটে পাঁচিলের কাছ থেকে বিষধর সাপ উদ্ধার কে ঘিরে স্কুল ছাত্রদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মাদারপুর সুভাষ উচ্চ বিদ্যালয়ে ।
কোনক্রমে ছাত্রীর নজরে আসা মাত্রই খবর দেয় স্কুলের প্রধান শিক্ষককে। তৎক্ষণাৎ তড়িঘড়ি করে সাপ উদ্ধারকারী এক্সপার্ট শ্যামনগর রেসকিউ টিমকে খবর দেন স্কুলের প্রধান শিক্ষক আশীষ বৈশ্য।এই খবর শোনামাত্রই মামুদপুর গ্রাম পঞ্চায়েতের জনস্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের কর্মদক্ষ সমীর মন্ডল এসে হাজির হয় সংশ্লিষ্ট স্কুলে। কিছুক্ষণের প্রচেষ্টায় শ্যামনগর রেসকিউটিমের কর্ণধার প্রতাপ দাস বিষধর সাপটিকে কব্জা করতে সক্ষম হন।