অবতক খবর,২২ জুনঃ স্থায়ী স্ট্যান্ডের দাবিতে বারো ঘন্টা বনধ হলদিবাড়ি শহরে । এলাকায় নির্দিষ্ট কোনো স্থায়ী টোটো স্ট্যান্ড নেই । ফলে যাত্রী ওঠা নামার ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছে , টোটো চালাকদের । তাই স্থায়ী টোটো স্ট্যান্ডের দাবিতে মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বনধ ডাকলো হলদিবাড়ি শহর INTTUC – র অনুমোদিত টোটো ও ভটভটি ইউনিয়ন । জানা যায় সন্ধ্যা পর্যন্ত চলবে এই বনধ ।
এই সময়ের মধ্যে কোন টোটো কিংবা ভটভটি চলাচল করবে না । এদিন হলদিবাড়ি শহরে বনধের সমর্থনে দফায় দফায় মিছিল বাড় করেন , সংগঠনের সদস্যরা । এদিনের বনধ কে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হলদিবাড়ি থানার তরফে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নিরাপত্তা রাখা হয় ।
এই বিষয়ে সংগঠনের সভাপতি ইয়াসিন সরকার জানান হলদিবাড়ি পৌরসভার পক্ষ থেকে যে স্ট্যান্ড গুলি করা হয়েছে , সেগুলো তাদের মনের মতো হয়নি । তাই তারা স্থায়ী স্ট্যান্ড এর দাবিতে বনধ ডাকেন। এই বিষয়ে আগামী বুধবার হলদিবাড়ি পৌরসভা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়ার কথা জানান তিনি।
এই বিষয়ে হলদিবাড়ি পৌরসভা প্রশাসককে লিখিতভাবে কিছু না জানালে । তিনি সংবাদ মাধ্যমকে বিশদে কিছু জানাতে চাননি ।