অবতক খবর,১৯ ফেব্রুয়ারী,মালদা: স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী। পুরাতন মালদা থানার সাহাপুর দুই নম্বর বিমল দাস কলোনি এলাকার ঘটনা। জানা গেছে মৃত যুবকের নাম সুরজিৎ হালদার। গত নয় মাস আগে প্রেম করে বৈষ্ণব নগর থানা এলাকার বাসিন্দা জয়তিকা মন্ডলের সাথে তার বিয়ে হয়।

বিয়ের কয়েক মাসের মধ্যেই শশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাই ওই গৃহবধূ বলে অভিযোগ। মৃত যুবকের পরিবারের দাবি জামাই বাবুর সাথে গৃহবধুর অবৈধ সম্পর্ক ছিল। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য চলছিল। এরই মধ্যে গতকাল রাত্রে সুরজিৎ তার স্ত্রীকে ভিডিও কল করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

গভীর রাতে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সুরজিৎকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।