অবতক খবর , শিলিগুড়ি ,১১ আগস্ট :     গতকাল রাতে হঠাৎ উত্তেজনা ছড়ায় ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ নগরে। স্থানীয় কিছু যুবক দের উপর তলোয়ার, চাকু দিয়ে আক্রমণ করে আদর্শ নগর মাদ্রাসা এলাকার কিছু দুস্কৃতিরা। এলাকার স্থানীয় যুবক প্রণব ঘোষ গুরুতর ভাবে জখম হন।

প্রণব ঘোষ বলেন, “আমরা কাজ থেকে ফিরে বাড়ির সামনে প্রতি দিনের ন্যায় আড্ডা মারছিলাম, সেই সময় হঠাৎ প্রায় ১০ জন দুস্কৃতি আমাদের উপর আক্রমণ করে। আমার বন্ধুরা পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মারধর করে পালিয়ে যায়। তারপর আমার বন্ধুরা আমাকে হাসপাতলে ভর্তি করে। মধ্য রাতেই আমরা থানায় FIR করি এবং খালপাড়া ফাঁড়িতে কয়েক জনকে সনাক্ত করা হয়।”