অবতক খবর,১২ জানুয়ারি: উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে স্বামীজীর ১৫৯ তম জন্ম দিবস উপলক্ষে বনগাঁ পৌর এলাকার ১৫ হাজার সাধারন মানুষকে করোনা মোকাবেলা করার জন্য ফল ,মাস্ক, থার্মোমিটার তুলে দেওয়া হল বনগাঁ পৌরসভার পক্ষ থেকে । বুধবার বনগাঁ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক গোপাল শেঠ ইছামতি নদীতে স্পিড বোটে করে ঘুরে নদীপারের সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির জন্য ফল ,মাস্ক, থার্মোমিটার বিতরণ করেন এবং সাধারন মানুষকে মাস্ক পড়বার জন্য আহ্বান জানান । নদী ঘাটে পৌর প্রশাসক এবং তার হাত থেকে ফল, মাস্ক , থার্মোমিটার পেয়ে আপ্লুত বনগাঁ পৌর এলাকার বাসিন্দারা । নৌকায় যেতে যেতে সামনে পৌর প্রশাসকের হাত থেকে থার্মোমিটার পেয়ে এক বাসিন্দা জানালেন এই সময় এটা খুব উপকারী ।
এই বিষয়ে বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন স্বামীজির জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মান্যতা দিয়ে করোনা মোকাবেলা করার জন্য বনগাঁ পৌর এলাকার সাধারণ মানুষের জন্য বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সামগ্রী তুলে দেওয়া হল ।