অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :: হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ।স্পেশ্যাল ট্রেনে উঠতে না দেওয়ায় ক্ষোভ পরিচারিকার কাজ করতে আসা যাত্রীদের।পাণ্ডুয়া থেকে জনা কুড়ি মহিলা কলকাতায় এসেছিলেন পরিচারিকার কাজে।হাওড়া স্টেশনে ঢোকার মুখে তাদের আটকে দেয় জি আর পি ও আর পি এফ।এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা।সবারই দাবি তাদের ট্রেনে উঠতে দেওয়া হোক।
দীর্ঘদিন তারা বাড়িতে ছিলেন করোনা আবহে।কিন্তু কাজ না করলে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে।তাদের লোকাল ট্রেনের মান্থলি রয়েছে।কিন্তু ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না।বাসে এলে অনেক টাকা ভাড়া চলে যাচ্ছে।এই অবস্থায় তারা লিখিত আবেদন করেছেন রেল কর্তৃপক্ষের কাছে।কিন্ত কোনো লাভ হয়নি।