অবতক খবর,৪ অক্টোবর: স্বরূপনগরের পর এবার বসিরহাট সীমান্ত থেকে পাচারের আগে কোটি টাকার বিরল প্রজাতির উড়ুক্কু তক্ষক উদ্ধার করল বি এসএফ। গ্রেফতার এক পাচারকারী।

বসিরহাটে ঘোঁজাডাঙা সীমান্তের বাংলাদেশ লাগোয়া দক্ষিণপাড়ায় কয়েক জন ব্যাক্তি হাতে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করার সমায় বিএস এফ জোওয়ানদের সন্দেহ হওয়ায় তাদের দাঁড়াতে বলল্লে বাকিরা পালিয়ে গেলেও হুগলির তারকেশ্বরে বাড়ি জুগল দাস নামে এক পাচারকারীকে আটক করে। তার কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে একটি বিরল প্রজাতির বহুমূল্যবান উড়ুক্কু তক্ষক উদ্ধার হয়। জানাযায় আন্তর্জাতিক বাজারে প্রায় কোটি টাকায় বিক্রি হয় এই তক্ষক। বি এস এফ তক্ষক পাচারকারি কে বসিরহাট থানার হাতে তুলে দিলে তাকে গ্রেফতার করে পুলিস। তক্ষকটি কে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।