অবতক খবর,হুগলি ,২৬শে আগস্ট :: বিভিন্ন শিল্প মাধ্যম এর সঙ্গে যুক্ত শিল্পী কলাকুশলী নেপথ্য শিল্পী ও আদিবাসী লোকশিল্পীদের আর্থিক সহায়তা প্রদান সহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিবেশন অনুমতি প্রদান অনুমতির জন্য আজ জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয় পাঁচ দফা দাবি নিয়ে।

করোনা কালে সম্প্রীতি পশ্চিমবঙ্গের সমাজের অন্যান্য অংশের মানুষের মত হুগলী জেলাতেও নাট্যশিল্পী,সঙ্গীত শিল্পী, বাউল শিল্পী, বাচিকশিল্পী, আদিবাসী লোক শিল্পী, পুতুল নাচের শিল্পী, যাত্রাশিল্পী, যন্ত্রশিল্পী গান শিল্পী, নেপথ্য শিল্পী ও শিল্পকলার বিভিন্ন মাধ্যমের সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা তাদের দাবি নিয়ে সরব হন। শিল্পী বন্ধুদের একটা বড় অংশ দীর্ঘদিন লকডাওন ও বন্ধ থাকার কারণে তাদের শিল্পের কাজে যুক্ত হতে না পেরে জীবিকা হারিয়ে বিপন্ন হয়ে পড়েছেন।

তাদের দাবি এই সাধারন অসহায় শিল্পীদের আপৎকালীন সহায়তা হিসেবে ন্যূনতম পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে। এই সব শিল্পীদের জন্য জরুরিভিত্তিতে দু লক্ষ টাকার স্বাস্থ্য বীমা চালু করতে হবে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে বিভাগীয় ব্যবহারের অনুমতি দিতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণনাট্য সংঘের রাজ্য সভাপতি ডক্টর হিরণময় ঘোষাল জেলা সভাপতি ভোলা নাথ মুখোপাধ্যায় জেলাসংগঠন অরিত্র শীল সহ আরো অনেকে।