রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিবেক সোনকার ও হাওড়া জেলার লিগাল সেল জয়ন্ত দাসের নেতৃত্বে আজ সলপ বাজারে চায়ে পে চর্চা এবং মাক্স বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এই প্রসঙ্গে তিনি বলেন করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে রাজ্যে এবং আমফান ঝড়েও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই বাজারে করোনা ভাইরাসের প্রতি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য মাস্ক বিতরণ করা হয়।
তিনি অভিযোগ করেন রাজ্যের সরকার সাধারণ মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারছে না। স্বাস্থ্য পরিষেবা তারা সুষ্ঠভাবে মানুষকে দিতে পারছেন না। তাই মানুষ নিজেই নিজের সুরক্ষার ব্যবস্থা করুক। তাই সবাইকে নিয়ে সম্মিলিতভাবে জনজাগরণের প্রয়াস করা হলো আজকে। আগামীদিনে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।