অবতক খবর,১৬ নভেম্বর: হারুর রক্তে বেঁচেছে হারুন, রহিম দিয়েছে রাম কে, সামান্য দান অসামান্য হয়, রক্ত বাঁচায় প্রাণ কে। একজন স্বেচ্ছা রক্তদাতা হয়ে ওঠার বার্তা নিয়ে মালদা থেকে যাত্রা শুরু মালদা ব্লাড আর্মির ৮ সদস্যের। দক্ষিণবঙ্গের 12 টি জেলায় রাস্তাঘাট থেকে শুরু করে বাজার,চায়ের দোকানে রক্তদানের প্রয়োজনীয়তার প্রচার চালাচ্ছে এই টিম।
রক্তদানের কি কি উপকারিতা, মানুষের রক্তের কখন প্রয়োজন, কোন বয়সে মানুষ রক্ত দিতে পারে, কতটুকু রক্ত দান করা যায়, কতদিন অন্তর রক্ত দেওয়া যায়, রক্তদানের পর কত দিনে শরীরে রক্ত পূরণ হয় এবং রক্তদানে বিশেষ সতর্কতাঃ সহ একাধিক বিষয়ে রাজ্যজুড়ে প্রচার চালানোই এই টিমের মূল লক্ষ্য।
পাশাপাশি মরণোত্তর অঙ্গদান ও বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া পরীক্ষার বার্তা নিয়ে হাজির হচ্ছেন মানুষের মধ্যে।ইতিমধ্যেই দশটি জেলায় তাদের প্রচারকার্য সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনা বারাসাত শহরে এসে উপস্থিত হয় এই আট সদস্যের টিম। এখান থেকে ব্যারাকপুর কল্যাণী হয়ে নদীয়া তাদের পরবর্তী গন্তব্য স্থল বলে জানালেন তারা।