নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : বর্ধমান : বর্ধমান কেশবগঞ্জ চটি এলাকায় “অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য খুশির ঝুড়ি” এই বার্তা রেখে অসহায় ক্ষুধার্ত মানুষের এই ঝুঁড়ি থেকে বিনামূল্যে খাবার নিতে পারবেন। সাধারন মানুষের জন্য এই ঝুড়ি নয়। এই ঝুড়ি যেসমস্ত গড়িব দুস্থঃ মগনুষজন রয়েছেন তাদের জন্য।বর্ধমান কেশবগজ্ঞ চটি কমল সায়র এলাকায় করা হয়েছে এই খুশির ঝুড়ি নাম দেওয়া একটি বাক্স ।
এই বাক্সতে যেকনো মানুষ খাবার যেমন দিতে পারবে। গরিব দুস্থঃ মানুষ এখান থেকে তেমন খাবার নিতেও পারবে। বর্ধমানের একটি স্বেচ্ছাসেবি সংগঠন সারথী পক্ষ থেকে এই অভিনব উদ্যোগটি নেওয়া হয়।
ওই এলাকার সাধারন মানুষ জানান এই উদ্যোগে খুব খুশি এবং এই উদ্যোগ প্রতিটি এলাকায় এলাকায় হলে খুব ভালো হয় ।