অবতক খবর,১ আগস্ট: রক্তদান জীবন দান। এই মন্ত্রকে পাথেয় করে আজ ইসলামপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ইসলামপুর বাস টার্মিনাল মহাকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয় মোট ৪৫ জন রক্ত দাতা রক্ত দান করেছেন ।ভবিষ্যতেও তারা এরকম রক্তদান শিবির সহ সামাজিক কাজ করবেন বলে জানিয়েছেন। স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামপুর জাগ্রূতি ওয়েলফেয়ার সোসাইটির রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর প্রশাসক কানাইলাল আগরওয়াল,বিশিষ্ট সমাজসেবী জাবেদ আখতার সহ কলকাতা পুলিশে কর্মরত বিশিষ্ট সমাজসেবী বাপন দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক কানাইলাল আগরওয়াল বলেন, গ্রামেগঞ্জে রক্তদান শিবির কম হয়। মানুষের মধ্যে একটি ভীতি রয়েছে।তবে রক্তদান করলে শরীর ভালো থাকে, তাই রক্ত দান করা উচিত। রক্তদানে আরও এগিয়ে আসা উচিত সাধারণ মানুষকে।
সংস্থার পক্ষ থেকে বিক্রম দাস জানান,ইসলামপুর বাস টার্মিনালে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কি করে করোনা বিধি মানা যায় সেই বিষয়ে সচেতনতামূলক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইসলামপুর বাস টার্মিনাসে।