অবতক খবর , সংবাদদাতা ,মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলা সামসেরগঞ্জে গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় মানুষগুলির পরিবারের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা গুলি। গঙ্গা ভাঙ্গন এর জন্য সামসেরগঞ্জে ধানঘরা শিবপুর ধুসারিপারা এলাকার ৫০০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন ,স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।
সামগ্রীর মধ্যে চিড়ে মুড়ি, চিনি ,বিস্কুট, চানাচুর ,এবং বাচ্চাদের জন্য ছাতু, সুজি, শুকনো ছোলা, সরষের তেল, সবজি কচু, পটল ,আলু ও স্যানিটারি ন্যাপকিন সহ ত্রিপল দেওয়া হয়। এই সামগ্রী পেয়ে খুশি সামশেরগঞ্জ ভাঙ্গন এলাকা বাসিন্দারা। তারা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।