অবতক খবর,১৩ সেপ্টেম্বর: বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানুষ মানুষের জন্য’ করোনা পরিস্থিতিতে পথশিশু ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে পাঠশালা চালিয়ে আসছে নিয়মিতভাবে।
বর্ধমান রেলস্টেশন সংলগ্ন একটি ফাঁকা এলাকাতে পথশিশুদের এই পাঠশালার ব্যবস্থা করেন তারা। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক শিশুই এই পাঠশালায় আসেন। এই মহৎ কাজের সাথে অনেক শিক্ষকরাও যুক্ত হয়েছেন।কিন্তু গত কয়েকদিন আগে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য ও ঝড় বৃষ্টি থেকে বাঁচিয়ে শিশুদের নিরাপদে ক্লাস করানোর উদ্দেশ্যে জায়গাটি চারিপাশে খুঁটি পুঁতে টিনের চালা লাগানোর ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে।
কিন্তু রেল দপ্তরের পক্ষ থেকে চালা খুলে দেয়ার কথা বলা হয়েছে তাদের। যার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন সংস্থার সদস্যরা। তাদের দাবি, করোনার সময়ে পথশিশুদের নিয়ে তারা একটি পঠন-পাঠনের ব্যবস্থা করেছেন, এর ফলে পথশিশুরা ও পিছিয়ে পড়া অনেক শিশুই উপকৃত হচ্ছেন। এই মুহূর্তে তাদেরকে বাধা দিলে শিশুগুলোর ক্ষতি হবে,তাই অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তারা।