অবতক খবর : আজ কাঁচরাপাড়া ব্যবসায়ী সমিতির সদস্যরা ডেপুটেশন জমা দিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধানকে| ডেপুটেশনে তারা উল্লেখ করেন, স্টেশন রোডের(স্টেশন থেকে গান্ধী মোড়) রাস্তার দুপাশে যেভাবে হকাররা রাস্তা দখল করে যানযট সৃষ্টি করছে তাতে রাস্তা আরও শীর্ণকায় হয়ে আসছে। এর পাশাপাশি বাঁশের উঁচু কাঠামোর জন্য এপার ওপার কিছুই দেখা যায় না। কিছু হকার রান্নার গ্যাসও ব্যবহার করছে। ফলে ওই অঞ্চলের ব্যবসায়ী ও পথ চলতি মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা আরও উল্লেখ করেছেন যে,টোটো চালকদের উৎশৃঙ্খল পার্কিং ও অকথ্য ভাষা স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এর পাশাপাশি ওই ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারছেন না এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা ওই ডেপুটেশনে জানিয়েছেন। তাই তারা পৌরপ্রধানকে দ্রুত সমাধান করার আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে পৌর প্রধান সুদামা রায় জানান,তিনি বিষয়টি বিচার বিবেচনা করে দেখছেন। এ প্রসঙ্গে তিনি বীজপুর থানা প্রশাসনকে চিঠি দিয়েছেন। সেইসঙ্গে তিনি থানা প্রশাসনকে আবেদন করেছেন যে দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত সেখানে যেন ৪ জন সিভিক ভলেন্টিয়ার দেওয়া হয়। এর পাশাপাশি তিনি এও জানান, এই বিষয়টি পুলিশ প্রশাসনই সমাধান করতে পারবে।