অবতক খবর,১২ জুলাই,মলয় দে নদীয়া :- আজ শুক্রবার বেলা ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভার সামনে বিজেপির ট্রেড ইউনিয়ন রিলেশন সেল নদীয়া জেলার পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ। এই বিক্ষোভের মূল বিষয় হকার উচ্ছেদের ঘটনা এবং তাদের পুনর্বাসনের দাবি।

কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রধান তিনি কোন নোটিশ ছাড়াই কৃষ্ণনগরের সমস্ত জায়গা থেকে অমানবিকভাবে হকার উচ্ছেদ করেছেন এবং ভাঙচুর চালিয়েছেন তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। প্রসঙ্গত উল্লেখ থাকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় এসডিও, ও জেলা শাসকের কাছেও ডেপুটেশন জমা দিয়েছেন। আজ তারা অবস্থান-বিক্ষোভের পর কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রধানের কাছে একটি ডেপুটেশন জমা দেবেন।

বিজেপির পক্ষ থেকে এমনটাও বলছেন কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রধান যিনি আছেন তিনি নিজের ওয়ার্ডে কোন হকার উচ্ছেদ করেননি নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে।